ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত-৯

0

ডেস্ক রিপোর্ট: শুক্রবার পূর্ব ইউক্রেনীয় শহর স্লোভিয়ানস্কে আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে কমপক্ষে নয় জন নিহত, ২১ জন আহত এবং অ্যাপার্টমেন্ট ব্লকের অংশগুলো ধসে পড়ে। পূর্ব দোনেৎস্ক অঞ্চলে জরুরি পরিষেবা, ফেসবুকে এক বিবৃতিতে বলেছে দু’বছরের শিশুসহ মধ্যরাতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে নয়টিতে। দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো এর আগে জাতীয় টেলিভিশনকে বলেছিলেন, সাতটি রুশ এস-৩০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইউক্রেনীয় ফ্রন্টলাইনে সবচেয়ে প্রচণ্ড লড়াইয়ের স্থান বাখমুত শহরের পশ্চিমে স্লোভিয়ানস্কে সাতটিরও কম জায়গায় আঘাত হয়নি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাগরিকদের সেনাবাহিনীতে সংগঠিত করা সহজ করতে এবং তাদের দেশ থেকে পালাতে বাধা দেওয়ার জন্য একটি খসড়া বিলে স্বাক্ষর করার মধ্যেই শান্ত প্রতিবেশীদের ওপর এই চালালো। রাশিয়া আরও বলেছে, তারা স্লোভিয়ানস্কের ৪৫ কিলোমিটার (২৭ মাইল) দক্ষিণ-পূর্বে বাখমুতের ভয়াবহ যুদ্ধের হটস্পট আরও ঠেলে দিচ্ছে, কিয়েভ যদি দীর্ঘতম এবং রক্তক্ষয়ী বাখমুতের যুদ্ধে হেরে যায় তাহলে সেটি এই বড় শহরটির জন্য ঝুঁকি গুরুতর ঝুঁকি সৃষ্টি হবে। স্লোভিয়ানস্ক দোনেৎস্ক অঞ্চলের একটি অংশে অবস্থিত যা ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন। এএফপি সাংবাদিকরা ঘটনাস্থল থেকে বলেছেন, উদ্ধারকর্মীরা সাধারণ সোভিয়েত যুগের হাউজিং ব্লকের উপরের তলায় বেঁচে যাওয়া লোকদের উদ্ধার প্রচেষ্টা চালাচ্ছে এবং সেখান থেকে আগুনের কালো ধোঁয়া বের হচ্ছে। ইউক্রেনীয় পুলিশ টুইটারে জানিয়েছে, ‘ধ্বংসস্তুপ থেকে বের করে আনার পর একটি অ্যাম্বুলেন্সে এক শিশু মারা গেছে।’ ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা এই ‘অবর্ণনীয় শোকের’ সময় শিশুটির পরিবারের প্রতি তার সমবেদনা পাঠিয়েছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে আবাসিক ভবনে ‘নৃশংসভাবে গোলাবর্ষণ’ এবং ‘দিবালোকে মানুষ হত্যার’ জন্য রাশিয়ার নিন্দা করেছেন। স্লোভিয়ানস্ক এবং নিকটবর্তী শহর ক্রামতোর্স্ক উভয়ই রাশিয়ান বাহিনীর নিকট লক্ষ্যবস্তু। বর্তমানে তারা ইউক্রেনে তাদের আক্রমণের সঙ্গে এগিয়ে যাওয়ার পাশাপাশি বাখমুতে আটকা পড়েছে।

Share.