বিনোদন ডেস্ক: মেট গালার মেনু ভাইরাল হওয়ার পর নানা রকম মন্তব্য করা হচ্ছে। এত বড় অনুষ্ঠানে কেনো এমন খাবার, সে সব নিয়ে চলছে নানা রকম সমালোচনা। অনেকবারই বিতর্ক, প্রতিবাদের মঞ্চ হয়ে উঠেছে মেট গালা। নিউ ইয়র্কের ‘মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টস কস্টিউম ইনস্টিটিউট’-এর উদ্যোগে প্রতি বছরই এই অনুষ্ঠান আয়োজিত হয়। সংস্থার জন্য টাকা জোগাড় করার উদ্দেশ্যে তারকারা নিজেদের ফ্যাশন স্টেটমেন্ট তুলে ধরেন। যেখানে প্রথা ভেঙে কিছু করাটাই দস্তুর। প্রতি বছরের মতো এবারও ভারতীয় তারকারা উপস্থিত ছিলেন সেখানে। আলিয়া ভাট থেকে প্রিয়ঙ্কা চোপড়া, বলি তারকাদের ছকভাঙা সাজ নজর কেড়েছে সবার। এ বছর মেট গালার থিম উৎসর্গ করা হয়েছে জার্মানির প্রয়াত পোশাকশিল্পী কার্ল লেগারফিল্ডের নামে। পোশাকশিল্পীর নাইট পার্টির প্রতি ভালোবাসাকে স্মরণে রেখেই মেট গালার ভোজের আসর সাজানো হয়। মেনুতেও ছিল কার্লের পছন্দের ছোঁয়া। ছিল তার পছন্দের কিছু খাবার। মেট গালার নৈশভোজের দায়িত্বে ছিলেন অলিভিয়ার চেং। এ ছাড়াও ছিল ১৯৭৮ সালে পোশাকশিল্পী পালোমা পিকাসো এবং রাফায়েল লোপেজ-সানচেজের বিয়ের মেনুতে থাকা কিছু খাবার। অতিথিদের জন্য প্রথম পাতে ছিল চিল্ড স্প্রিং পি স্যুপ উইথ বেবি ভেজিটেবল্স। সঙ্গে লেমন ক্রিম ক্রিম ফ্রাইচে ও ট্রাফল স্নো। মেনকোর্সে ছিল প্রয়াত পোশাকশিল্পীর প্রিয় ওরা কিং সালমানের সঙ্গে ভেজ ব্রথ, অ্যাসপারাগাস, পিকল্ড স্ট্রবেরি অ্যান্ড র্যাডিশ। খাবারের সঙ্গে ছিল বিভিন্ন ধরনের ওয়াইন এবং ডায়েট কোক।
মেট গালার মেনু ভাইরাল হওয়ার পর নানা রকম মন্তব্য!
0
Share.