স্পোর্টস রিপোর্ট: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম চারটি জিতে আইসিসি ওয়ানডের্যাংকিংয়ের শীর্ষে জায়গা করে নেয় পাকিস্তান। তবে শীর্ষস্থান ধরে রাখতে বাবর আজমদের শেষ ম্যাচটি জিততো হতো। কিন্তু রোববার শেষ ম্যাচে তারা কিউইদের কাছে ৪৭ রানে হেরে গেছে। আর এতেই প্রথমবার র্যাংকিংয়ে শীর্ষে ওঠার ৪৮ ঘণ্টার মধ্যেই হারাতে হলো দলটিকে। বর্তমানে ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি অস্ট্রেলিয়া উঠে গেছে শীর্ষে, ভারত আছে দ্বিতীয় স্থানে। আর ১১২ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান নেমে গেছে তৃতীয় স্থানে। গতকাল করাচির ন্যাশনাল স্টেডিয়ামে নিউজিল্যান্ড আগে ব্যাট করে ৪৯.৩ ওভারে অলআউট হয় ২৯৯ রানে। জবাবে ৪৬.১ ওভারে পাকিস্তান অলআউট হয় ২৫২ রানে।