ডেস্ক রিপোর্ট : তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী সরাসরি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আগামী ২৮ মে এরদোগান ও কামাল কিলিচদারোগ্লুর মাঝে দ্বিতীয় রাউন্ডের রান-অফ নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (১৫ মে) তুরস্কের প্রধান নির্বাচন কমিশন আহমাদ ইয়েনার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচনে ৯৯.৮৭ ভাগ ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে এরদোগান পেয়েছেন ৪৯.৫১ ভাগ। আর কিলিকদারোগ্লু পেয়েছেন ৪৪.৮৮ ভাগ। তুরস্কের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে কোনও প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে দ্বিতীয় রাউন্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আগামী ২৮ মে শীর্ষ দুই প্রার্থীকে নিয়ে হবে রানঅফ ভোট। বেসরকারি ফলাফলের উদ্ধৃতি দিয়ে সুপ্রিম ইলেকশন কাউন্সিলের প্রধান আহমেত ইয়েনার বলেছেন, রোববারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল ৮৮.৯২ শতাংশ। সেই সঙ্গে বিদেশে তুর্কি নাগরিকদের ভোটদানের হার ৫২.৬৯ শতাংশ। বিদেশে ৩৫ হাজার ৮৭৪টি ব্যালটের জন্য ডাটা এন্ট্রি অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। নির্বাচনের ফলাফলে দেখা গেছে, এরদোগান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৫ লাখ ভোট বেশি পেয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য যে ৫০ ভাগ ভোট পাওয়া দরকার, সেটি পাননি। অন্য কোনো প্রার্থীও ৫০ ভাগের বেশি ভোট পায়নি। তাই সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে আবার নির্বাচন হবে। সেখানে প্রার্থী থাকবেন এরদোগান এবং কামাল কিলিচদারোগ্লু। তবে বিশ্লেষকদের ধারণা, এরদোগান এ রাউন্ডে ফেভারিট থাকবেন এবং তার বিজয়ের সম্ভাবনাও খুব বেশি।
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় রাউন্ডের রান-অফ ভোট অনুষ্ঠিত হবে ২৮ মে
0
Share.