ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্যক্তিগতভাবে চলতি বছর জাপানের হিরোশিমা শহরে অনুষ্ঠিত গ্রুপ অব সেভেন (জি-৭) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। বৃহস্পতিবার বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ এ কথা জানিয়েছে। বৈঠকে জেলেনস্কির ভার্চুয়ালি অংশগ্রহণের কথা আগেই জাপানের কর্মকর্তারা ঘোষণা করেছিলেন। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বৃহস্পতিবার বলেছেন, জেলেনস্কি রবিবার নেতাদের বৈঠকে কার্যত উপস্থিত হওয়ার কথা ছিল, তবে পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে ইউক্রেনের নেতা এখন শীর্ষ সম্মেলনের জন্য হিরোশিমায় আসতে চলেছেন। কোন দিন তিনি যোগ দেবেন তা এখনও নিশ্চিত নয়।
হিরোশিমায় জি-৭ সম্মেলনে থাকবেন জেলেনস্কি: ব্লুমবার্গ
0
Share.