রোহিঙ্গা প্রত্যাবাসন সেন্টার পরিদর্শন করলেন চীনের রাষ্ট্রদূত

0

বাংলাদেশ থেকে কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের কেরুণতলী (নয়াপাড়া) প্রত্যাবাসন সেন্টার (ঘাট) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। শনিবার (২০ মে) দুপুরে চীনা রাষ্ট্রদূতের নেতৃত্বে তিন সদস্যের একটি দল কেরুণতলী প্রত্যাবাসন ঘাটের কক্ষগুলো ঘুরে দেখে। এ সময় অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার খালিদ হোসেনসহ অন্য কর্মকর্তারা রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার খালিদ হোসেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প-২৫ ক্যাম্প ইনচার্জ (সিআইসি) আব্দুল হান্নান জানান, চীনা রাষ্ট্রদূতের একটি দল টেকনাফ কেরুনতলী প্রত্যাবাসন সেন্টার পরিদর্শন করেছেন। প্রত্যাবাসন সেন্টার পরিদর্শন শেষে প্রতিনিধি দল দুপুর দেড়টার দিকে টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক হয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন।

Share.