ডেস্ক রিপোর্ট: কংগ্রেস যদি আগামী ৫ জুনের মধ্যে ঋণসীমা ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন থেকে বৃদ্ধি না করে তাহলে যুক্তরাষ্ট্র সরকার খেলাপি হয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। রয়টার্স এবং আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৬ মে) ঋণের সীমা বাড়ানোর জন্য চলমান আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকান নেতাদের বলেছেন, কংগ্রেস যদি আগামী ৫ জুনের মধ্যে ঋণসীমা ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন থেকে বৃদ্ধি না করে তাহলে সরকার খেলাপি হয়ে যাবে। এর আগে তিনি বলেছিলেন, আগামী ১ জুনের মধ্যে এ বিষয়টি নিয়ে একটি সমাধানে পৌঁছাতে হবে। তবে এখন তিনি বলছেন ৫ জুন হলো শেষ সময়। এখন বিষয়টির যৌক্তিক সমাধান না হলে, দেউলিয়া হয়ে যাবে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার খেলাপি হয়ে যাওয়ার ব্যাপারে জ্যানেট ইয়েলেন বলেন, আমরা হিসাব করেছি, যদি কংগ্রেস ঋণসীমা না বাড়ায় বা স্থগিত না করে তাহলে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ৫ জুনের পর সরকারি ব্যয় মেটাতে পারবে না।
দেউলিয়া হওয়ার পথে যুক্তরাষ্ট্র!
0
Share.