যাত্রাশিল্পে সংকট শির্ষক আলোচনা এবং “বঙ্গমাতা” যাত্রাপালার শুভ মহররত অনুষ্ঠিত

0

বিনোদন প্রতিবেদক: শনিবার (২৭ মে) বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার রুমে যাত্রাশিল্পে সংকট শির্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে যাত্রাশিল্পকে কিভাবে নতুন আঙ্গিকে দর্শকের সামনে উপস্থাপন করা যায় এবং দেশের বিভিন্ন জায়গায় যাত্রাপালা মঞ্চায়নের অবাধ অনুমতির বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। দেশের বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো দুস্থ যাত্রাশিল্পিদের যাতে একটি নির্দিষ্ট ভাতা দেওয়ার ব্যবাস্থা করা হয় সে বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়। নতুন যাত্রাশিল্পী তৈরি যাত্রানুরাগিদের সমাজের প্রতি দায়িত্ব নতুন যাত্রাপালা মঞ্চায়ন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলচনা করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কে নিয়ে লেখা নতুন যাত্রাপালা “বঙ্গমাতা” এর শুভ মহরত করা হয় এবং এর আংশিক রিহার্সাল করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.আমিনুর রহমান সুলান (পরিচালক বাংলা একাডেমি) অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের কার্য্যকরি সভাপতি ইঞ্জিনিয়ার বরুন কুমার সরকার। সাংগঠনিক সম্পাদক টি এচ আবুল কালাম এম আলম লাভ্লু , মঞ্জু মিয়া, অমিত কুমার, আলিনুর, মায়া রানী, মনি মালা, দিপ্তি রানী সহ অন্যান্যরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দে।

Share.