স্পোর্টস্ ডেস্ক: শেষ পর্যন্ত বৃষ্টির কারণে আইপিএল ফাইনাল গড়াল রিজাভ ডেতে। রবিবার সন্ধ্যার আগেই আহমেদাবাদের আকাশে ছিল ঘন কালো মেঘ। এরপর বৃষ্টি। দীর্ঘ অপেক্ষার পর বৃষ্টি থেমেছিল, মাঠ শুকানোর কাজও শুরু হয়েছিল। তবে ফের বৃষ্টি শুরু হওয়ায় খেলা হয় পণ্ড। টসই মাঠে গড়ায়নি। শিরোপার লড়াই গড়িয়েছে রিজার্ভ ডেতে (সোমবার)। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সের ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল রবিবার বাংলাদেশ সময় রাত ৮টায়। বৃষ্টিতে মাঠ খেলার উপযোগী না থাকায় রাত সাড়ে ১১টার দিকে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। আজ সোমবার একই সময়ে আইপিএল ফাইনাল খেলা শুরু হওয়ার কথা রয়েছে।
বৃষ্টিতে পরিত্যক্ত, আইপিএল ফাইনাল রিজার্ভ ডেতে
0
Share.