শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল আফগানিস্তান

0

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মতো সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নকেও এবার বিশ্বকাপের টিকিট পেতে খেলতে হবে বাছাই পর্ব। আফগানিস্তান সেখানে সরাসরি মূল মঞ্চে জায়গা করে নিয়েছে। সেটা যে তারা যোগ্য দল হিসেবেই করেছে, তার নমুনা দেখল বিশ্ব ক্রিকেট। শ্রীলঙ্কার মাটিতে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগনরা উড়িয়ে দিল শ্রীলঙ্কাকে। হাশমাতউল্লাহ শাহিদির দল জিতল ৬ উইকেটে। তাও রশিদ খানের মতো তারকা ক্রিকেটারকে ছাড়া। হাম্বানটোটায় শুক্রবার ৫০ ভারে ২৬৮ রানে অলআউট হয় দাসুন শানাকার শ্রীলঙ্কা। জবাবে ৪৬.৫ ওভার ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান (২৬৯/৪)। ৯৮ রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচসেরা ইব্রাহিম জাদরান। সদ্য গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলের ফাইনাল খেলা রশিদ খান পিঠের ব্যথার কারণে এই সিরিজের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারছেন না। তারকা লেগস্পিনারকে ছাড়াই এদিন স্বাগতিক লঙ্কানদের সীমার মধ্যে আটকে রাখে আফগানরা। এক পর্যায়ে ১৮৩ রানে ৫ উইকেট হারানো লঙ্কানরা অবশ্য শেষ পর্যন্ত চারিথ আসালঙ্কা (৯৫ বলে ৯১) ও ধনাঞ্জয়া ডি সিলভার (৫৯ বলে ৫১) দৃঢ়তায় শেষ পর্যন্ত আড়াইশ’ পেরোতে সক্ষম হয়। ফজল হক ফারুকী ও ফরিদ আহমেদ নেন ২টি করে উইকেট। মোহাম্মদ নবী ও নূর আহমেদের শিকার ১টি করে। জবাবে ২৫ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ১৪৬ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান রহমাত শাহ (৮০ বলে ৫৫) ও ইব্রাহিম জাদরান (৯৮ বলে ১১ চার ও ২ ছক্কায় ৯৮)। ২৮ বলে ২৭ রানে অপারজিত থাকেন নবী। কাসুন রাজিথা নিয়েছেন ২ উইকেট। এ জয়ে তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান।

Share.