পাল্টা আক্রমণের জন্য ইউক্রেন প্রস্তুত: জেলেনস্কি

0

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন তাদের বহুল প্রত্যাশিত পাল্টা আক্রমণ শুরুর জন্য প্রস্তত। ইউক্রেনের প্রসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন। আজ শনিবার তার এ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে তিনি বলেছেন, জোরালোভাবে আমরা বিশ্বাস করি আমরা সফল হব। পাল্টা আক্রমণ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেছেন, আমি জানি না কতদিন সময় লাগবে। কিন্তু সত্যি বলতে এটি ভিন্নভাবে যেতে পারে, পুরোপুরি ভিন্নভাবে। কিন্তু আমরা সেটি করতে যাচ্ছি এবং আমরা প্রস্তুত। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা প্রায় ১৫ মাস ধরে চলছে যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে। এই সময়ের মধ্যে রাশিয়া ইউক্রেনের বেশ কিছু অঞ্চল দখলে নিয়েছে। এসব ভূখণ্ড উদ্ধার করতে ইউক্রেন পাল্টা আক্রমণ শুরু হচ্ছে বলে জেলেনস্কির পক্ষ থেকে বলা হয়েছে। এর আগে গত মাসে জেলেনস্কি বলেন, পাল্টা আক্রমণ শুরুর আগে ইউক্রেনের আরও পশ্চিমা সাঁজোয়া গাড়ি দরকার। তবে সম্প্রতি ইউক্রেনের ওপর হামলার পরিমাণ অনেক বাড়িয়েছে রাশিয়া। গত মাসেই শুধু রাজধানী কিয়েভে ১৭ বার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী।

Share.