রবিবার, নভেম্বর ২৪

২০২৬ বিশ্বকাপে না খেলার ঘোষণা মেসির

0

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে বসবে পরবর্তী ফিফা বিশ্বকাপ। আর সে সময়ে ৩৯ বছর বয়সে  কোনো খেলোয়াড়ের জন্যই বিশ্ব আসরে প্রতিনিধিত্ব করা কঠিন। কিন্তু এবার ২০২৬ সালে বিশ্বকাপ না খেলার কথা জানালেন লিওনেল মেসি। তিনি বলেন, ‘আগেই বলেছি, আমি মনে করি না পরের বিশ্বকাপে অংশ নেব। আমি জানি না ভবিষ্যতে কী হবে, তবে আমার মন পরিবর্তন করিনি। আমি দেখব পরিস্থিতি কেমন হয়। তবে পরবর্তী বিশ্বকাপে খেলছি না।’ মেসি বলেন, ‘অপ্রাপ্তি হয়ে থাকা বিশ্বকাপ অর্জনের পর আমার ক্যারিয়ার নিয়ে আমি সন্তুষ্ট এবং কৃতজ্ঞ। এটি আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি এটি ছিল (২০২২ কাতার বিশ্বকাপ) আমার শেষ বিশ্বকাপ।’ ষোলোকলা পূর্ণ করা এই তারকাকে নিয়ে অবশ্য ভক্তদের সব চাওয়াই এখন পূর্ণ। তবে চাওয়ার তো আর শেষ নেই। সবার চাওয়া ছিল মেসি খেলবেন পরবর্তী বিশ্বকাপেও। কিন্তু সেই আশা আর থাকল না। সম্প্রতি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে চীনে অবস্থান করছে আর্জেন্টিনা। দেশটির সংবাদমাধ্যম ‘টাইটান স্পোর্টস’এ এক কুইজে অংশগ্রহণ করেন মেসি। সেখানে তাকে প্রশ্ন করা হয় ২০২৬ বিশ্বকাপ নিয়ে। জবাবে তিনি জানিয়ে দেন নিজের এই সিদ্ধান্তের কথা।   

Share.