বিনোদন প্রতিবেদকঃ বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে “সুস্থ সংস্কৃতি বিকাশে সংস্কৃতি কর্মীদের ভূমিকা “শীর্ষক আলোচনা সভা ও বাসাপ পার্সোনালিটি অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হলো ২৩ জুন মঙ্গলবার সন্ধ্যায়। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বঙ্গবন্ধু স্যাটেলাইট )এর চেয়ারম্যান ও সিইও ডঃ শাহজাহান মাহমুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও হিজবুত তওহীদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ সেলিম । অনুষ্ঠান উদ্বোধন করেন একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীত পরিচালক এবং বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা শেখ সাদী খান। বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সম্মানিত সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এন এফ ই নেটওয়ার্ক ইন বাংলাদেশ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়াতুন্নবী মজুমদার ,দৈনিক দেশেরপত্র পত্রিকা সম্পাদক ও বিশিষ্ট শিল্প উদ্যোক্তা রুফায়দা পন্নী,বিশিষ্ট রাজনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব এ এস এম নজিবুল আকবর ,বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এ এস এম রফিকুল ইসলাম, ইউনাইটেড কমিউনিকেশন সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান কবি আল-আমিন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মোহাম্মদ আউয়াল প্রমূখ। অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিউজ এডিটর গিল্ডসের সভাপতি সাংবাদিক বাদল চৌধুরী ,বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন ,বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি শামসুল হুদা ও আনোয়ার হোসেন খান। বাংলাদেশ সংস্কৃতি পরিষদের সহ-সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক সাংবাদিক রেজাউল করিম রেজা ও বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব সুমন চৌধুরীও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলী আশরাফ আখন্দ- এর পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মনজুর হোসেন ইশা, শিমুল পারভীন ও জেসমিন বন্যা। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি আল আমিন, শিমুল পারভীন ও জেসমিন কন্যা।
বাংলাদেশ সংস্কৃতি পরিষদ আয়োজিত বাসাপ পার্সোনালিটি অ্যাওয়ার্ড ২০২৩ এ দেশের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীত পরিচালক জনাব শেখ সাদী খানকে ও কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগমকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও স্ব স্ব কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সেক্টরের ২৫ জন বিশেষ ব্যক্তিত্বকে বাসাপ পার্সোনালিটি অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়।এরমধ্যে এন জিও খাতে বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা হায়াতুন্নবী মজুমদার, সফল কাউন্সিলর হিসাবে ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাজি মো: আউয়াল হোসেন, সফল সংগঠক হিসাবে আরিফুর রহমান মাসুম, হোমিওপ্যাথি চিকিৎসায় বিশেষ অবদানের জন্য ডা: এম পাল,গারমেন্টস এক্সোসোরিজ ব্যবসায় বিশেষ অবদানের জন্য আবুল কালাম আজাদ সফল আয়োজক হিসেবে দৈনিক নতুন সময়ের ব্যবস্থাপনা সম্পাদক সুমন চৌধুরী সহ আরো অনেকে বাসাপ পারসোনালিটি এওয়ার্ড গ্রহন করেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী ও ভাওয়াইয়া অঙ্গনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এ কে এম মুস্তাফিজুর রহমান , কণ্ঠশিল্পী মেহেরুন আশরাফ, কণ্ঠশিল্পী নাজমিন নাজু ,কন্ঠ শিল্পী এম এ তাহের ,কণ্ঠশিল্পী মৌসুমী নাহার, কন্ঠ শিল্পী আনোয়ারুল ইসলাম খান প্রমুখ শিল্পী বৃন্দ। অনুষ্ঠানটি অত্যান্ত মনোমুগ্ধকর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে সমাপ্তি ঘটে।