পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে মাদার ভ্যাসেল থেকে কয়লা খালাস কার্যক্রম শুরু

0

বাংলাদেশ থেকে পটুয়াখাল প্রতিনিধি : পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৬ হাজার ৫৭০ টন কয়লা নিয়ে আসা এমভি পাভো ব্রেইভ সরাসরি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটি থেকে কয়লা খালাস কার্যক্রম শুরু করেছে। ২০০ মিটার দৈর্ঘ্য এবং ৩২ মিটার প্রস্থের জাহাজটি ৯ মিটার ড্রাফটের এ জাহাজটি ৩ জুন সকালে জেটিতে নোঙ্গর করার পর সকাল ১০টার দিকে কয়লা খালাস কার্যক্রম শুরু করে। এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে এমভি পাভো ব্রেইভ মাদার ভ্যাসেলটি কয়লা নিয়ে পায়রা বন্দরের উদ্দেশ্য যাত্রা করে। শনিবার রাতে জাহাজটি পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের বর্হিনোঙরে আসে। রবিবার সকাল সারে ১০ টার পরে জাহাজটি ১০ মিটার অধিক গভীরতার রাবনাবাদ চ্যানেলের ইনার এ্যাংকরজে নিয়ে আসে পায়রা বন্দরের পাইলট গোলাম রাব্বানী। তাপবিদ্যুৎ কেন্দ্রের চ্যনেলের গভীরতা ৯ মিটারের কম থাকায় মাদার ভ্যাসেল থেকে লাইটার জাহাজের মাধ্যমে ৫০০০ হাজার মেট্রিকটন কয়লা আনলোড করে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে খালাস করা হয়। সোমবার সকাল সড়ে নয়টায় মাদার ভ্যাসেলটি বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নোঙ্গর করে। সকাল ১০ টার পর মাদার ভ্যাসেল থেকে সরাসরি কয়লা খালাস কর্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্লবার দুপুর পর্যন্ত কয়লা খালাস কার্যক্রম চলার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, টানা ২০ দিন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার পর গত ২৩ জুন ৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা নিয়ে এমভি এ্যাথেনা জাহাজ পায়রা বন্দরে আসে। এ জাহাজ থেকে কয়লা খালাসের পর ২৫ জুন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগা ওয়াটের একটি ইউনিট চালু হয়।

Share.