ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় দেশটির স্থানীয় সময় গতকাল সোমবার হামলা চালিয়েছে দুই বন্দুকধারী। বুলেটপ্রুফ ভেস্ট পরে শহরের বিভিন্ন ব্লকে বন্দুকধারীর হামলায় চার জন নিহত হয়েছেন। এ ছাড়া এতে আহত হয়েছে দুই বছর ও ১৩ বছর বয়সী শিশু। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন। এতে সন্দেহভাজন দ্বিতীয় ব্যক্তিকেও হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তদন্তকারীরা। ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার এম. আউটল জানান, তদন্তকারীরা এখনও এ হামলার কারণ জানে না। প্রথম হামলাকারী বিভিন্ন গাড়ির ওপর হামলা চালিয়েছে বলে জানান তিনি। আউটল বলেছেন, আমরা আসলে জানিনা কেন এটি ঘটেছে… কিন্তু সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আমাদের অফিসাররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং এর জবাব দিয়েছে। এখন পর্যন্ত আটক দুই সন্দেহভাজনকারীর নাম পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ বলেছে, হামলায় নিহত চার জনের মধ্যে তিনজনের বয়স ২০ থেকে ৫৯ বছরের মধ্যে। নিহত চতুর্থজন সম্পর্কে কিছু জানানো হয়নি। আহত দুই শিশুর অবস্থা স্থিতিশীল বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন, প্রথম সন্দেহভাজনকারীর বয়স ৪০ বছর এবং তার কাছে এআর-স্টাইল রাইফেল ও হ্যান্ডগান ছিল।
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা, নিহত ৪
0
Share.