আলাস্কা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

0

ডেস্ক রিপোর্টযুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপ অঞ্চলে দেশটির স্থানীয় সময় আজ রোববার ভোরে শক্তিশালী ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। এ নিয়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর স্কাই নিউজের। ইউএসজিএস বলেছে, ভূমিকম্পের গভীরতা ছিল ৯ দশমিক ৩ কিলোমিটার (৫ দশমিক ৭৮ মাইল)। তবে পরবর্তীতে সংশোধন করে তা ৩২ দশমিক ৬ কিলোমিটার বলা হয়। এ ছাড়া প্রাথমিকভাবে এ ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৪ বলা হলেও ইউএসজিএস পরবর্তীতে জানিয়েছে এর মাত্রা ৭ দশমিক ২। আলাস্কা ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, আলাস্কান উপদ্বীপ, আলেউটিয়ান দ্বীপপুঞ্জ এবং কুক ইনলেট অঞ্চলজুড়ে কম্পন অনুভূত হয়েছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Share.