চলচ্চিত্র উৎসবে ‘শ্রাবণ জ্যোৎস্না’ চলচ্চিত্র

0

বিনোদন প্রতিবেদকঃ   বহুল আলোচিত ও দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘ঝিনুক মালা’ চিত্রপরিচালক আব্দুস সামাদ খোকন দীর্ঘদিন পর ‘শ্রাবণ জোৎস্নায়’ নামের একটি ছবি নির্মাণ করেছেন। সরকারি অনুদানের এই ছবিটি নিয়ে সুখবর দিলেন গুণী এই নির্মাতা। বেশ কিছুদিন আগেই সেন্সর পাওয়া তার এই নতুন ছবিটি ভারতের কলকাতায় অনুষ্ঠিত ৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে আজ (৩০ জুলাই) নন্দন – ২ এ সন্ধ্যা ছয়টায় প্রদর্শিত হয়েছে। এই উৎসবে অংশ নিতে পরিচালক আব্দুস সামাদ খোকন বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। সেখান থেকেই তিনি মুঠোফোনে এই সুখবরটি দিলেন।

জানা গেছে, জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে ‘শ্রাবণ জোৎস্নায়’ ছবিটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে। ছবির প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জি বাংলার জনপ্রিয় টিভি সিরিয়াল রানী রাসমণি’র জনপ্রিয় অভিনেতা গাজী আব্দুন নূর, সাবেক শিশুতরকা দীঘি, উপস্থাপক সাদিয়া শিমুল, সুব্রত, মুনমুন আহমেদ, মাসুম বাসার, উত্তম গুহ। ছবিটির চিত্রগ্রহণ করেছেন আসাদুজ্জামান মজনু। সম্পাদনায় মনিরুল ইসলাম। সঙ্গীত পরিচালনা করেছেন মিল্টন খন্দকার ও বিনোদ রায় দাস। প্রযোজনা করেছেন তামান্না সুলতানা। ছবিটির সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক আব্দুস সামাদ খোকন।

কলকাতা থেকে আব্দুস সামাদ খোকন জানান, সম্প্রতি সেন্সর বোর্ড সদস্যদের ভুয়সী প্রশংসার মাধ্যমে ‘শ্রাবণ জোৎস্নায়’ সেন্সর সার্টিফিকেট পেয়েছে। সেপ্টেম্বরে ছবিটি বাংলাদেশে মুক্তি দেওয়া হবে। কলকাতায় বাংলাদেশী চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া প্রসঙ্গে এই নির্মাতা বলেন, অনেকটাই হুট করে এই উৎসবে নেওয়া। ছবির প্রতিটি শিল্পী চমৎকার অভিনয় করেছেন। আশা করছি ছবিটি সব শ্রেণীর দর্শকদের মন জয় করতে সক্ষম হবে।

Share.