ইউরোর মূল পর্বে ইতালি, আরও কাছে স্পেন

0

স্পোর্টস ডেস্ক: ইউরো বাছাইয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে ইতালি। গ্রুপ ‘জে’ তে গ্রিসকে ২-০ গোলে হারিয়ে তারা নিশ্চিত করেছে ২০২০ সালে হতে যাওয়া ইউরোর মূল পর্ব। গ্রুপ পর্বে সবগুলো ম্যাচে জিতেছে আজ্জুরিরা। এই ম্যাচেও শুরুতে আধিপত্য বিস্তার করে খেলেছিল। তবে লক্ষ্য বরাবর বল রাখতে না পারায় দুয়োর শিকার হতে হয় প্রথমার্ধে। বিরতির পর আক্রমণে ধার বাড়িয়ে আদায় করে নিয়েছে দুই গোল। ৬৩ মিনিটে প্রতিপক্ষের হ্যান্ডবলের কল্যাণে মেলে পেনাল্টি। মিডফিল্ডার জর্জিনিয়োর স্পট কিক থেকে মেলে প্রথম গোল। ৭৮ মিনিটে বেনারদেশির গোলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় ইতালির। মূল পর্বে যেতে এই ম্যাচ জয়ের বিকল্প ছিল না গ্রিসের। যদিও শেষ রক্ষা হলো না দলটির। গ্রুপে ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে মূল পর্বে ইতালি। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে ফিনল্যান্ড। অপর দিকে সের্হিয়ো রামোসের সর্বাধিক ম্যাচ খেলার দিনে স্পেনকে ১-১ গোলে রুখে দিয়েছে নরওয়ে। স্পেনের হয়ে সর্বোচ্চ ১৬৮টি ম্যাচ খেলার গৌরব অর্জন করেছেন রামোস। পেছনে ফেলেছেন স্পেনের গোলকিপার ইকার ক্যাসিয়াসকে। এমন স্মরণীয় ম্যাচটায় স্পেন খেলা শেষের আগ মুহূর্ত পর্যন্ত জয়ের অপেক্ষাতেই ছিল। ৪৭ মিনিটে সাওলের গোলে এগিয়ে গিয়েছিল স্পেন। শেষ মুহূর্তে ইনজুরি সময়ের পেনাল্টিতে কপাল পোড়ে লা রোহাদের। ৯০+৪ মিনিটে কিংয়ের স্পট কিকে হার এড়ায় নরওয়ে। এই ড্রয়ে গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখতে পারলো না স্পেন। তবে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে মূল পর্বের আরও কাছে রয়েছে তারা।

Share.