বাংলাদেশ থেকে রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারার গ্রামে বিয়ের মাত্র চারদিনের মাথায় নববধুর হাতে খুন হয়েছেন স্বামী। নিহতের নাম আবদুর রাজ্জাক (২৯)। তিনি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সোমবার (২৯ আগস্ট) রাতে স্বামীর ঘরেই তাকে খুন করে স্ত্রী। এ ঘটনায় আবদুর রাজ্জাকের মা ফুলজান বেগমের দায়ের করা হত্যা মামলায় নববধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। নববধুর নাম শাপলা বেগম (২৬)। তিনি পাশের উপজেলা মোহনপুরের ধুরইল গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারিকভাবে গত শুক্রবার (২৫ আগস্ট) তাদের বিয়ে হয়েছিলো বলে প্রতিবেশীরা জানিয়েছেন। মামলার বাদী আবদুর রাজ্জাকের মা ফুলজান বেগম জানান, গত শুক্রবার দুই পরিবারের সম্মতিতে পারিবারিক ভাবে রাজ্জাক ও শাপলার বিয়ে হয়েছিলো। বিয়ের পর কদিন ভালোই ছিলো। সোমবার রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে খাবার গ্রহণের পর নিজেদের ঘরে ঘুমাতে যায়। গভীর রাতে স্ত্রী শাপলা জানায়, তার স্বামী খুব অসুস্থ। পরে চিকিৎসক নিয়ে আসলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। মামলার বাদী জানান, কোন কারণে তার ছেলেকে পুত্রবধু শ্বাসরোধ বা অন্য কোনো উপায়ে হত্যা করেছে। বাগমারা থানার ওসি আমিনুল জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। মামলার প্রেক্ষিতে নববধূকেও গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে।
বিয়ের চারদিনের মাথায় নববধুর হাতে স্বামী খুন
0
Share.