নাটোর-৪ শূন্য আসনে ভোট অনুষ্ঠিত হবে আগামী ১১ অক্টোবর

0

ঢাকা অফিস: বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শূন্য হওয়া নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে আগামী ১১ অক্টোবর। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম। ইসি সচিব বলেন, ‘২৩তম কমিশন সভায় নাটোর-৪ আসনের উপনির্বাচনের তফসিল দেয়া হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১১ অক্টোবর ভোট অনুষ্ঠিত হবে। এ উপনির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে না।’ এর আগে গত ৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সাত্তারের সই করা গেজেটে বলা হয়, জাতীয় সংসদের সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস গত ৩০ আগস্ট মৃত্যুবরণ করায় নাটোর-৪ আসনটি শূন্য হয়েছে। গত ২৬ আগস্ট নাটোরে একটি সমাবেশ শেষে অসুস্থ হয়ে পড়লে আব্দুল কুদ্দুসকে হাসপাতালে নেয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৩০ আগস্ট তিনি মারা যান। আব্দুল কুদ্দুস ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৩ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী ছিলেন।

Share.