সেলফির মধ্যে রাজনৈতিক বার্তা রয়েছে: হাছান মাহমুদ

0

ঢাকা অফিস: সেলফির মধ্যে রাজনৈতিক বার্তা রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ছবি অনেক কথা বলে। জো বাইডেন নিজ হাতে যে সেলফি তুলেছেন তার অর্থ সবাই বোঝেন। জো বাইডেনের সাথে পুর্ব ঘোষিত মিটিং না থাকলেও এমন রাষ্ট্রীয় প্রোগ্রামে সাইড লাইনে অনেক মিটিং হয়। শেখ হাসিনার সাথে জো বাইডেনের সেরকম আলোচনাই হয়েছে দিল্লির জি ২০ প্রোগ্রামে। রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এসব কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক আগেও ভালো ছিল, এখন থেকে সে সম্পর্ক আরও জোরদার হবে। এই সেলফির মধ্যে রাজনৈতিক বার্তা রয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ আরো বলেন, বিএনপির একদফা দাবি যে মাঠে মারা গেছে তা গতকালের বিএনপির সমাবেশেই প্রমান হয়েছে। নেতা কর্মীদের চাঙ্গা রাখার জন্য একদফা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নানান সময় নানা কথা বলেন। সরকারের সামনে কঠিন সময় নয় বরং তাদের সামনে আরও কঠিন সময় আসতেছে। এমরান আহম্মদ ভূঁইয়া প্রসঙ্গে বলেন, তিনি সপরিবারে আমেরিকান অ্যাম্বাসিতে গিয়েছিলেন সেখানকার ভিসা পেতে। সেটার আশ্বাস না পেয়ে ফিরে যেতে হয়েছে তাকে। এমরান আহম্মদ এর মত এই মতাদর্শের লোক সরকারি চাকরিতে থাকার মাধ্যমে প্রমাণ হয়েছে, সরকার দল দেখে চাকরি দেয়না। আওয়ামী লীগ, বিএনপি সব দলের মানুষই সরকারি চাকরি পেয়েছে এবং এখনও আছে।

Share.