এক সেলফিতেই বিএনপির রাতের ঘুম হারাম হয়ে গেছে: কাদের

0

ঢাকা অফিস: এক সেলফিতেই বিএনপির রাতের ঘুম হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ‘তাদের (বিএনপি) চোখ-মুখ শুকিয়ে গেছে বলেও মসন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সেলফির পর ‘বিএনপি ক্ষমতার ময়ুর সিংহাসনে যাওয়ার লাফালাফি বন্ধ হয়ে গেছে’- এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ সন্ত্রাসী দল নয়, সাম্প্রদায়িক ও অপকর্মের দল নয়। আওয়ামী লীগ সত্যের পক্ষে, জনগণের পক্ষে তাদের সুদৃঢ় অবস্থান যেকোনো মুহূর্তে জানান দেয় ও দিতে পারে।’ ‘আওয়ামী যুবলীগ ঐক্যের বন্ধনে আবদ্ধ। আন্দোলন সংগ্রামে এবং শান্তি প্রতিষ্ঠায় দৃষ্টান্তকারী সংগঠন’ উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী নির্বাচন সামনে রেখে অশুভ শক্তির বিরুদ্ধে নিজেদের বলিষ্ঠ অবস্থান নিশ্চিত করেছে যুবলীগ।’ ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দল জনগণের ভালোবাসা নিয়েই ক্ষমতা টিকে আছি।’ ‘এ দল সন্ত্রাসী, সাম্প্রদায়িক কিংবা অপকর্মের দল নয়, জনকল্যাণের দল’-যোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নির্বাচন সামনে রেখে বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে- এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির ষড়যন্ত্রের বিষয়ে আওয়ামী লীগকে সতর্ক অবস্থান থাকতে হবে।’ ‘বিএনপি বিদেশিদের নিয়ে ক্ষমতার স্বপ্ন দেখছেন’ মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতার ময়ুর সিংহাসনে যাওয়ার লাফালাফি বন্ধ হয়ে গেছে। বিএনপি ইউরোপ-আমেরিকার স্বপ্নে বিভোর। সেই স্বপ্নও ভেঙে গেছে।’ ‘দিল্লির এক সেলফিতেই বিএনপির রাতের ঘুম হারাম হয়ে গেছে। তাদের চোখ মুখ শুকিয়ে গেছে’-যোগ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দল, তাই কাউকে ভয় পায় না। একমাত্র জনগণের ক্ষমতায় বিশ্বাসী দল আওয়ামী লীগ। আমাদের বিদেশে বন্ধু আছে প্রভু নেই।’ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও ভিসানীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘কে নিষেধাজ্ঞা দিল, কে ভিসানীতি প্রয়োগ করল- এসবে আওয়ামী লীগ ভয় পায় না। আওয়ামী লীগের শক্তি জনগণ। জনগণের সেই শক্তিকে নিয়েই আগামী নির্বাচনে যাচ্ছে আওয়ামী লীগ।’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি যতই বলুক নির্বাচনে আসবে না, তারা তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনে না এলে মনোনয়ন বাণিজ্য করবে কীভাবে?’ তারেক রহমান লন্ডনে বসে মনোনয়ন বাণিজ্য করছেন বলেও মন্তব্য করেন তিনি। ড. ইউনুসের প্রসঙ্গ উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি একেকবার একেক জিনিসের ওপর ভর করে। টাকা খরচ করে তারা বিদেশিদের দিয়ে স্টেটমেন্টও সংগ্রহ করে।’ ‘ইউনূসের মতো আদালতে দণ্ডপ্রাপ্তের জন্য বিদেশিদের বিবৃতি কেন আসে- এই প্রশ্নও তোলেন ওবায়দুল কাদের। বলেন, ডক্টর ইউনূস আমাদের সুখে-দুঃখে নেই। তাকে আপন মানুষ ভাবব কেমন করে? যে বিবৃতি তিনি ছাপিয়েছেন তার খরচ দুই মিলিয়ন ডলার।’ ‘কোথা থেকে এলো এত টাকা’-প্রশ্ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। তিনি বলেন, ‘ডক্টর ইউনূসের ওপর ভর করেছে বিএনপি। ওয়ান ইলেভেনের মতো নাগরিক কমিটি করে সুশীল সরকার গঠনের দিন চলে গেছে। বাংলাদেশের মানুষ মনে মনে ঠিক করে নিয়েছে কাকে ভোট দেবে। দেশের ৭০ পার্সেন্ট মানুষ শেখ হাসিনার পক্ষে।’ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। পরে দেশব্যাপী যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Share.