শনিবার, নভেম্বর ২৩

বর্ষীয়ান অভিনেতা সমীর মুখোপাধ্যায় আর নেই

0

বিনোদন ডেস্ক: বর্ষীয়ান অভিনেতা সমীর মুখোপাধ্যায় আর নেই। গতকাল শুক্রবার সকালে নিজ বাড়িতেই মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতার। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। তাঁকে হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। তবে দু’দিন আগেই বাড়িতে আনা হয়। শুক্রবার সকাল থেকে ফের বমি করা শুরু করেন সমীর বাবু। আর শেষরক্ষা হল না। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। সত্যজিৎ রায়ের হীরক ‘রাজার দেশে’ সহ তাঁর বহু ছবিতেও কাজ করেছেন বর্ষীয়ান এই অভিনেতা। তবে বহুদিন হল অন্তরালেই থাকতেন তিনি। সমীর মুখোপাধ্যায়ের ভাই বিমান মুখোপাধ্যায় বলেন, ‘বহুদিন ধরেই ওঁর শরীরটা ভালো যাচ্ছিল না। বয়সও তো হয়েছিল অনেক। আমরা হাসপাতালে ভর্তি করেছিলাম। দু’দিন আগেই বাড়িতে নিয়ে আসি। আর দাদা চলে গেলেন। সকাল থেকেই বমি করছিলেন।’ সমীর মুখোপাধ্যায়ের মৃত্যুতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন থিয়েটার অভিনেতা দেবনাথ চট্টোপাধ্যায়। লেখেন, ‘ভালো থাকবেন সমীরবাবু, ছোটবেলার আরও এক স্মৃতি হারিয়ে গেলেন। কেউ খোঁজ নিই না আমরা এই মানুষগুলোর। এই কি শিল্পীর জীবন। ’ এদিকে সমীর মুখোপাধ্যায়ের মতো অভিনেতাকে ভুলে যাওয়ার জন্য কিছুটা ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। দীর্ঘ পোস্টে সুদীপ্তা লিখেছেন, ‘আমরা বেশ ভুলে যেতে পারি। বড় দের, পুরনো দের, যাঁরা আমাদের হাঁটার রাস্তাটা তৈরি করে দিয়ে গেলেন তাঁদের, যাঁরা এখন বাতিল বা ব্রাত্য তাঁদের– সবাইকে ভুলে মেরে দিয়ে নিজেরা সেই রাস্তায় দিব্যি হাঁটতে পারি সঙ্গে আট/দশজন বাউন্সার নিয়ে (বেশির ভাগ সময়েই অকারণে)। ’ সুদীপ্তা আরও লেখেন, ‘সমীর কাকুকে ও ভুলে গেছি আমরা। সত্যজিৎ রায়ের বহু ছবি চললেই তাঁর দেখা পাই, অগুনতি সাদা কালো বা রঙ্গীন পুরনো বাংলা সিনেমায় ছোট থেকে বড় নানান চরিত্রে অভিনয় করে মানুষকে কখনো হাসিয়েছেন, কখনো রাগিয়েছেন সমীর কাকু। গাড়ি চড়ে স্টুডিও য় ঢুকতে আমি অন্তত কোনদিন দেখিনি। অন্যরা দেখেছেন কিনা জানি না। বেহালায় নিজের অঞ্চলে লুঙ্গি আর ফতুয়া পরে সব্জি বাজার করতে দেখেছি বহুদিন। সাদামাটা জীবন যাপন করলেন বলেই কি আমরা ভুলে গেলাম?  তবে ভুলে যে আমরা গেছি, সে বিষয়ে নিশ্চিত। যাই হোক, আর তো দেখা হবে না। ক্ষমা চাওয়ার অপশনটা ও রইলো না। ’ সব শেষে প্রিয় ‘সমীর কাকু’র আত্মার শান্তি কামনা করেন সুদীপ্তা।

Share.