আড়াই কেজির ইলিশ ১৩ হাজারে বিক্রি

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি:  পটুয়াখালীর কুয়াকাটায় এক জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি ইলিশ। রবিবার দুপুরে কুয়াকাটা মেয়র বাজারের সামিরা ফিস আড়তে মাছটি নিয়ে আসা হয়। এসময় মাছটি দেখতে ভীড় জমায় উৎসুক জনতা। পরে মাছটি জেলে ইদ্রিস মাঝির কাছ থেকে নিলামের মাধ্যমে ১২ হাজার ৩৯ টাকায় বশির গাজী নামে এক মৎস্য ব্যবসায়ী কিনে নেন। জেলের কাছ থেকে মাছটি ক্রয় করার পর ব্যবসায়ী বসির অন্য এক ক্রেতার কাছে ইলিশটি ১৩ হজার টাকায় বিক্রি করেন। মৎস্য ব্যবসায়ী বশির গাজী বলেন, এতবড় মাছ এই বাজারে এখন খুব কম দেখা মেলে, তাই আমি নিলামের মাধ্যমে মাছটি ক্রয় করি। এর কিছুক্ষন পরই এক হাজার টাকা লাভে ১৩ হাজার টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে।

Share.