বুধবার, জানুয়ারী ১

বিএনপি নির্বাচনে আসুক, আমরা তাদের সাথে প্রতিদ্বন্দ্বীতাপূ্র্ণ একটি নির্বাচন চাই: হাসান মাহমুদ

0

ঢাকা অফিস: নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ে আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, নির্বাচনে তারা ঠিকই আসবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনী অংশ নেবে না বললেও ২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিল। এবারও তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলো কি করলো না তার চেয়ে বড় বিষয় হচ্ছে জনগণ অংশগ্রহণ করলো কি না। বিএনপিসহ তাদের মিত্ররা যদি নির্বাচন বর্জনও করে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তথ্যমন্ত্রী বলেন, তারা যেহেতু রাজনীতি করছে তারা নির্বাচনে আসুক, আমরা তাদের সাথে প্রতিদ্বন্দ্বীতাপূ্র্ণ একটি নির্বাচন চাই।

Share.