রবিবার, নভেম্বর ২৪

আবারও বাড়লো স্বর্ণের দাম

0

ঢাকা অফিস: চার দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। আজ রোববার (১৫ অক্টোরব) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আগামীকাল সোমবার (১৬ অক্টোবর) থেকে এটি কার্যকর হবে। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতদিন যা ছিল ৯৯ হাজার ৩৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৫ হাজার ৯৯৪ টাকা, ১৮ ক্যারেটের ৮২ হাজার ২৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম হবে ৬৮ হাজার ৫৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার পাশাপাশি সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সোমবার (১৬ অক্টোবর) থেকে এটি কার্যকর করা হবে। এর আগে, গত ১১ অক্টোবর ভালো মানের ২২ ক্যারটের ভরিপ্রতি স্বর্ণের দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করে বাজুস। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৪ হাজার ৮২৮ টাকা, ১৮ ক্যারেটের ৮১ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৭ হাজার ৭৬৮ টাকা নির্ধারণ করা হয়।

Share.