নারীরা অর্থনৈতিক মুক্তি পেলে তাদের আর কারোর মুখাপেক্ষী হতে হবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0

ঢাকা অফিস: নারীরা অর্থনৈতিক মুক্তি পেলে তাদের আর কারোর মুখাপেক্ষী হতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবনে নারী নেত্রী ও উদ্যোক্তা সমাবেশে অংশ নিয়ে এসব বলেন শেখ হাসিনা। এসময় তিনি বলেন, নারীরা অর্থনৈতিক মুক্তি পেলে তাদের আর কারোর মুখাপেক্ষী হতে হবে না। এজন্য নারী উদ্যোক্তাদের পণ্য বিপণনে ঢাকাসহ সারাদেশে জয়িতা ফাউন্ডেশন গড়ে তোলা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, এ নিয়ে ৪৩টি মন্ত্রণালয় নারীদের কল্যাণে কাজ করেছে। দেশে নারী ব্যবসায়ীদের পৃথক চেম্বারের উদ্যোক্তা শেখ রেহানা। এসময় যুদ্ধ বন্ধ ও অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে নারী সমাজকে ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে সকালে রাজধানীর ধানমন্ডিতে নবনির্মিত জয়িতা টাওয়ারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। জয়িতা টাওয়ার ইউনিভার্সেল এক্সেসিবিলিটিসহ দেশের নারী উদ্যোক্তাদের উৎপাদিত ও প্রক্রিয়াজাত বিভিন্ন ধরনের পণ্য, সাপ্লাই চেইন ও সেবা বিপণনের সুবিধা থাকবে।

Share.