ঢাকা অফিস: রাজধানীর রমনা কালিমন্দির এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ও কিলঘুষিতে ঢাবির দুই শিক্ষার্থী আহত হয়েছেন।আহতরা হলেন, কারুশিল্প বিভাগের সৌরভ সরকার (২৫) ও ভাস্কর্য বিভাগের সুমিত (২৩)। শনিবার (২১ অক্টোবর)রাত তিনটার দিকে এই ঘটনাটি ঘটে।তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত চারটার দিকে নিয়ে আসলে সৌরভকে ভর্তি দেওয়া হয়েছে ও সুমিতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাদেরকে নিয়ে বন্ধু সাগ্নিক সুত্রধর জানান, গত রাতে মোটরসাইকেলে সৌরভ,ও সুমিত সহ ঘুরতে রমনা কালিমন্দির লেকপাড় এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সৌরভকে আহত করে ও সুমিতকে মারধর করে পালিয়ে যায়।পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে সুমিতকে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয় তার পেটে ছুরিকাঘাত রয়েছে ও সুমিতকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, সৌরভের গ্রামের বাড়ি দিনাজপুর জেলা কাহারোল থানা ভরনগাও গ্রামের পরশ চন্দ্র রায়ের সন্তান। বর্তমানে, দুইজনেই ঢাবির জগন্নাথ হলে থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত জানান, সৌরভ নামে ঢাবির শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার পেটে ছুরিকাঘাত রয়েছে। সুমিত নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলেও জানান।
ছিনতাইকারীর ছুরিকাঘাতে ঢাবির দুই শিক্ষার্থী আহত
0
Share.