ঢাকা অফিস: তফসিল ঘোষণার পর সে সময় থেকে নির্বাচনকালীন সরকার শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, সে সময় সরকার শুধু রুটিন কাজ করবে। মন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকারের সব দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের কাছে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার বদ্ধপরিকর। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, বিএনপির সাথে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে আলোচনার কোনো রকমের সুযোগ নেই। এর বাইরে গিয়ে আলোচনা করতে চাইলে আলোচনা হতে পারে। মন্ত্রী আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো সম্ভাবনা নেই। এই সংসদে এই ধরনের কোনো আইন পাশ হওয়ার কোনো প্রশ্নই আসে না। বিএনপির এসব দাবি নিয়ে ভাবছে না সরকার।
তফসিল ঘোষণার দিন থেকেই নির্বাচনকালীন সরকার শুরু : আনিসুল হক
0
Share.