অর্ধেক ইসরায়েলি চান না গাজায় সেনাবাহিনী স্থল অভিযান চালাক

0

ডেস্ক রিপোর্ট: অর্ধেক ইসরায়েলি চান না গাজায় সেনাবাহিনী স্থল অভিযান চালাক। শুক্রবার প্রকাশিত একটি নতুন জরিপে ওঠে এসেছে এমন তথ্য। ইসরায়েলের সংবাদমাধ্যম মারিভ নতুন এ জরিপটি চালিয়েছে। এই জরিপে অংশ নেওয়া ৪৯ শতাংশ ইসরায়েলি জানিয়েছেন, তারা গাজায় স্থল অভিযান চান না। ২৯ শতাংশ স্থল হামলার পক্ষে মতামত দিয়েছেন। আর ২২ শতাংশ কোনোটিরই পক্ষে মত দেননি। সংবাদমাধ্যমটি জানিয়েছে, মূলত হামাস তাদের হাতে আটক চার বন্দিকে ছেড়ে দেওয়ার পর সাধারণ মানুষের মতামতে পরিবর্তন এসেছে। তারা এখন চান কূটনীতির মাধ্যমে বন্দিদের ছাড়িয়ে নেওয়ার পথে হাঁটা হোক। এদিকে হামাস জানিয়েছে, ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় তাদের কাছে থাকা অন্তত ৫০ জিম্মি প্রাণ হারিয়েছেন। তবে তাদের এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। হামাস গত ৭ অক্টোবর হামলা চালানোর প্রায় দুই সপ্তাহ পর ঠিক এমন একটি জরিপ চালানো হয়েছিল। তখন প্রায় ৬৫ শতাংশ ইসরায়েলি মতামত দিয়েছিলেন তারা চান- গাজায় সেনারা গিয়ে হামাসকে নির্মূল করুক। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই অবস্থান থেকে সরে এসেছেন অনেকে।

Share.