পটুয়াখালী‌তে রাতের আধারে মন্দিরের প্রতিমা ভাংচুর

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী শহ‌রের আনসার ক‌্যাম্প সংলগ্ন সার্বজ‌নিন মনসা ম‌ন্দি‌রের স্বরম্ব‌তী প্রতিমা ভাংচুর ক‌রে‌ছে দুর্বৃত্তরা। গতকাল রা‌তের কোন এক সম‌য়ে এ ভংচু‌রের ঘটনা ঘ‌টে ব‌লে জানা গে‌ছে। এ ঘটনায় পটুয়াখালী সদর উপ‌জেলা নির্বাহী কমকর্তা মোহাম্মদ সাইফুর রহমান, সদর থানা পুলিশ, পুজা উদযাপন প‌রিষ‌দের সভাপ‌তি-সাধারণ সম্পাদকসহ সং‌শ্লিরা ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। সাংবা‌দিক সঞ্জয় দাস কুমার লিটু জানায়, প্রতি‌দি‌নের ন‌্যায় সকা‌লে ঘুম থে‌কে জে‌গে প্রার্থনা ক‌রতে গি‌য়ে স্বরস্বতী মায়ের প্রতিমাটি মেঝেতে ফালানো অবস্থায় দেখতে পান। এতে প্রতিমাটি ভেঙ্গে যায়। প‌রে বিষয়‌টি আইনশৃঙ্খলা বা‌হিনী ও প্রশাসন‌কে অ‌বি‌হিত ক‌রা হয়। ত‌বে এ ঘটনায় কেউকেই পু‌লিশ গ্রেফতার কর‌তে পারে নি। মন্দির কমিটির সভাপতি সমীর কুমার দাস জানান, আমাদের সার্বজনিন মন্দিরে বাৎসরিক মনসা মায়ের ও স্বরস্বতী মায়ের পূজা দিয় থাকি। এছাড়াও প্রতি রবিবার মনসা মায়ের পূজা করে থাকি। এ ঘটনার জড়িতদর আইনের আওতায় আনার দাবী জানাই। সংশ্লিষ্টদর জানানো হয়েছে। সদর উপজলা নির্বাহী কর্মকর্তা ও সদর থানার ওসি সহ গোয়েন্তা সংস্থার সদস্যরা এসে দেখে গেছেন। পুজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ব্যানার্জী জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এ ঘটনার তীব্র নিদা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্য জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এখনও উদঘাটন করা যায়নি। তবে বিষয়টি তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ সময় সদর থানা অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন। আশ পাশের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে দূর্বৃত্তদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Share.