অবরোধের দ্বিতীয় দিনে ঢাকার সড়কে বেড়েছে গণপরিবহন চলাচল

0

ঢাকা অফিস: বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে ঢাকার সড়কে বেড়েছে গণপরিবহন চলাচল। সেই সঙ্গে বেড়েছে সাধারণ যাত্রীও। তবে আজও চলছে না দূরপাল্লার বাস। সকালে গাবতলী এলাকায় পুলিশের দৃশ্যমান উপস্থিতিও ছিল না। গাবতলী, টেকনিক্যাল এলাকায় দেখা গেছে, আন্তঃজেলা ও রাজধানীর অভ্যন্তরে চলা গণপরিবহন যেমন বেড়েছে, তেমনি চলাচল বেড়েছে ব্যক্তিগত যানবাহনও।দেখা যায়, শুভযাত্রী, এ. কে পরিবহন, বৈশাখী, ইতিহাস, সাভার পরিবহন, ডি লিঙ্ক, এসবি লিঙ্ক, ওয়েলকাম সেলফি, লাভলী ঠিকানা পরিবহন, রাজধানী পরিবহন, অভিযাত্রী, বিহঙ্গ, ধামরাই পরিবহন, লাব্বাইক, মৌমিতা, নিরিবিলি পরিবহন, বসুমতি পরিবহনের বাস চলাচল করছে। তবে চলতে দেখা যায়নি দূরপাল্লার যাত্রী গণপরিবহন। জরুরি সেবা, ওষুধ, সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি, কুরিয়ার সার্ভিস, ইটবাহী গাড়ি, রিকশা, ভ্যান, সিএনজি, মোটরসাইকেল, কাভার্ডভ্যান, ট্রাক, মিনি ট্রাক, পিকআপ, অ্যাম্বুলেন্স চলাচল করছে। পরিবহন শ্রমিকরা বলছেন, মালিক ও পরিবহন শ্রমিক নেতাদের পক্ষ থেকে বাস চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। যে কারণে গতকালকের তুলনায় বেড়েছে যানবাহন।

Share.