হামাসের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে চায় মালয়েশিয়া

0

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়া হামাসের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চলবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম। তিনি বলেন, হামাসের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে না তারা। মঙ্গলবার মালয়েশিয়ার জাতীয় সংসদে তিনি বলেন, “ফিলিস্তিনি ইস্যুতে মালয়েশিয়ার সর্বসম্মতভাবে সমর্থন দেয়া উচিত।”  হামাস ও জিহাদ আন্দোলনের আন্তর্জাতিক সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে গত সপ্তাহে মার্কিন কংগ্রেসে ভোটাভুটি হয়। এরপর মার্কিন সরকার হামাসের আন্তর্জাতিক সমর্থকদের ওপর নিষেধজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর আনেয়ার ইবরাহিম একথা বললেন।মালয়েশিয়া প্রায় সব রাজনৈতিক দল ফিলিস্তিনিদের প্রতি দীর্ঘদিন ধরেই সমর্থন দিয়ে আসছে এবং সে সমর্থন ব্যাপক মাত্রায়। মার্কিন সরকারের ঘোষণার বিষয়ে মালয়েশিয়া সরকারের অবস্থান কী- গতকাল সংসদে তা জানতে চান বিরোধীদলের এক এমপি। বিরোধী এমপির প্রশ্নের জবাবে আনোয়ার ইবরাহিম বলেন, ‘আমেরিকার এই হুমকিসহ কোনো হুমকিই আমি মেনে নেব না। এই পদক্ষেপ একতরফা এবং এর কোনো বৈধতা নেই।

Share.