ঢাকা অফিস: জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আপিল শুনানিতে বারবার সময় নিয়েও জামায়াতের আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় রোববার (১৯ নভেম্বর) হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দলটির করা আপিল খারিজ করে দেন আদালত। এছাড়া এ দিন জামায়াতে ইসলামীর বিরুদ্ধে করা আদালত অবমাননার আবেদনটি হাইকোর্টের এখতিয়ারাধীন বলে মন্তব্য করেন আদালত। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। এ রায়ে সংক্ষুব্ধ হয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে তা দলীয় সিদ্ধান্ত নিয়ে জানাবেন বলে জানান জামায়াতের আইনজীবী মতিউর রহমান আকন্দ। তিনি বলেন, জামায়াতের নিবন্ধন বতিল হলেও রাজনীতি করা সাংবিধানিক অধিকার, তাই এ ব্যাপারে কোনো বিধিনিষেধ দেননি আদালত। এর আগে একটি রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরে দলটির নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন।
জামায়াতের নিবন্ধন বাতিলের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ
0
Share.