শনিবার, নভেম্বর ২৩

গাজায় পাঁচ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল

0

ডেস্ক রিপোর্ট: গাজায় পাঁচ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। তবে শর্ত হলো ইসরায়েলি বন্দিদের মুক্তি দেওয়া। সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সও এ খবর প্রকাশ করেছে। যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তারা এরই মধ্যে জানিয়েছেন, এখনও যুদ্ধবিরতির কোনো সমঝোতা হয়নি। শিশু ও নারীসহ বহু ইসরায়েলি গাজায় হামাসের হাতে বন্দি অবস্থায় রয়েছে। তাদের মুক্তির বিনিময়ে সাময়িক যুদ্ধবিরতি হতে পারে, এমনটি বেশ কয়েকদিন ধরেই শোনা যাদ্ধিল। যুদ্ধবিরতির আলোচনার সঙ্গে গভীরভাবে সংশ্লিষ্ট ওয়াশিংটন পোস্টের ওই সূত্র জানিয়েছে, ছয় পৃষ্ঠার একটি চুক্তিনামাও তৈরি হয়েছে। সব ঠিকঠাক থাকলে দু-একদিনের মধ্যেই হামাস ইসরায়েলিদের মুক্তি দিতে শুরু করবে বলেও ওই সূত্র জানিয়েছে।

Share.