টঙ্গী এলকায় দুই ট্রেনের মাঝে পড়ে এক দিনমজুরের মৃত্যু

0

ঢাকা অফিস: রাজধানী টঙ্গী মুরকুন পশ্চিমপাড়া এলকায় দুই ট্রেনের মাঝে পড়ে ট্রেনের ধাক্কায় নুর আলম (২৮) নামে এক দিনমজুরের ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২৮ নভেম্বর)সকাল সাড়েআটটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী মোছাঃ নিপা আক্তার জানান, আমার স্বামী দিনমজুরের কাজ করত,আজ সকালে বাসা থেকে বের হয় টঙ্গী স্টেশন থেকে একটু দূরে রেল লাইনে দুই ট্রেনের মাঝখানে পড়ে সে গুরুতর আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলেচিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ী কিশোরগঞ্জ জেলা তাড়াইল থানা,বাটগাও গ্রামে মোঃহারুনুর রশিদের সন্তান।বর্তমানে মুরকুন পশ্চিমপাড়া এলাকায় থাকতেন, নিহত এক ছেলে এক মেয়ের জনক ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

Share.