শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী বিরোধী দল প্রয়োজন: কাদের

0

ঢাকা অফিস: শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী বিরোধী দল প্রয়োজন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (৪ ডিসেম্বর) দুপুরের রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, অনির্বাচিত কেউ এসে অস্বাভাবিক সরকার গঠন করবে, এটা কোনোভাবেই কাম্য নয়, নির্বাচনের মাধ্যমে অবশ্যই সাংবিধানিক পন্থায় নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে । ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে না আসলে আওয়ামী লীগের কোনো ক্ষতি নেই, তবে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। বিএনপি স্বেচ্ছায় নির্বাচনে আসছে না, আওয়ামী লীগ তাদের বাধা দেয়নি, জোর করে নির্বাচনে আনার দায়িত্ব নেবে না আওয়ামী লীগ। কাদের বলেন, বিএনপি ভালো করেই জানে বাধা দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না। জনগণ তাদের প্রতিহত করবে। ১৪ দলীয় জোটের খাতিরে কোনো মনোনয়ন দেওয়া হবে না। যাদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের নিয়েই ভাবা হচ্ছে।

Share.