ঢাকা অফিস: জিএম কাদের অবৈধভাবে দলের নেতৃত্ব গ্রহণ করেছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতৃ রওশন এরশাদ। রওশন আরও বলেন, নির্বাচন নিয়ে জিএম কাদেরের কোন কর্মকাণ্ডে আমার সমর্থন নেই। মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক শেষে এসব বলেন রওশন। তিনি বলেন, জাপাকে যেন জোটে রাখা না হয় সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন তিনি। বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে দুপুরের দিকে গণভবনে যান রওশন এরশাদ। তার সঙ্গে ছিলেন ছেলে সাদ এরশাদ, মুখপাত্র কাজী মামুনুর রশীদ ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। দুপুর ১টায় তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
নির্বাচন নিয়ে জিএম কাদেরের কোন কর্মকাণ্ডে আমার সমর্থন নেই: রওশন এরশাদ
0
Share.