বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখলীর সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে জমিজমার কারনে হাবিব সিকদার নামে এক প্রতিবন্ধি বৃদ্ধাকে পিটিয়ে আহত করেন একই বাড়ির দুরবিত্তরা। এবিষয়ে আহত প্রতিবন্ধি হাবিব সিকাদারের স্ত্রী মিনারা বেগম বাদী হয়ে, ১। আলতাফ সিকাদার ও তার মেয়ে রজিনাসহ আরো ৩/৪ জনকে অজ্ঞাত করে পটুয়াখালী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পটুয়াখালী সদর থানার অভিযোগ সূত্রে যানাজায় বাদিনী মিনারা বেগম বলেন, ১ নং বিবাদি আলতাফ সিকদার সম্পর্কে আমার ভাসুর হয়। আমরা একই বাড়িতে বসবাস করি বিবাদীদের সাথে আমাদের বাড়ির জমিজমা ভোগ দখল ও বন্ঠন নিয়া দীর্ঘদিন যাবৎ বিরোধ চলিতেছে। আমাদের বাড়ির ভোগ দখিলিয় জমির গাছপালা প্রায় সময় বিবাদীরা কাটিয়া নিয়া যায়। ২ নং বিবাদী রোজিনা ঢাকায় থাকে সে ঢাকা থেকে বাড়িতে আসিয়া আমাদের সাথে অহেতুক ঝামেলা করিয়া ঝগরার সৃষ্টি করে থাকে। বিবাদীরা আমাদের কোন কিচু ভোগ দখল করতে দিবেনা বলে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেয়ি থাকে আমার স্বামী একজন প্রতিবন্ধি বিবাদীরা প্রায়ই আমার স্বামীকে মারে এবং বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে হুমকি দেয়। ঘটনার দিন ১১.১২.২৩ সোমবার রাতে ঘরে আমার স্বামীকে একা পেয়ে আসামীরা বলেন, তোর জমির লাগানো গাছের ধারে যাবিনা বলে লাথি ঘুশি ও হাতে থাকা টর্চ লাইট দিয়ে মাথা পিটিয়ে আহত করেন। আমার স্বামী হাবিব সিকদার এখন পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে ভিকটিম প্রতিবন্ধি বৃদ্ধা হাবিব সিকদারের কাছে গিয়ে যানাজায়, ওরা আমাকে একলা পাইয়া মারছে আমি একজন প্রতিবন্ধি ঠিকমত চলাফেরা করতে পারিনা। আমারে এর আগেও তিন চাইরবার মারছে আমার মাথায় ব্যথা করে ডাক্তার সিটিস্ক্যান করতে দিছে আমি গরীব মানুষ কি দিয়া করমু আমি এর সঠিক বিচার চাই। এবিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্য মোঃ জসিম উদ্দিন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পটুয়াখালীতে পূর্বশত্রুতার জেরে প্রতিবন্ধি বৃদ্ধাকে পিটিয়ে আহত
0
Share.