গাজার কেন্দ্রস্থলে ‘সুড়ঙ্গ নেটওয়ার্ক’ খুঁজে পাওয়ার দাবি ইসরায়েলের

0

ডেস্ক রিপোর্ট: সম্প্রতি গাজায় একটি বড় সুড়ঙ্গের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, এরেজ সীমান্ত ক্রসিং থেকে কয়েক শ মিটার দূরে সুড়ঙ্গটির প্রবেশমুখের সন্ধান পাওয়া গেছে। বুধবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, আবিষ্কৃত সুড়ঙ্গের দৈর্ঘ্য চার কিলোমিটারের বেশি বা প্রায় আড়াই মাইল। সীমান্ত এলাকায় এ পর্যন্ত হামাসের যেসব সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে, সেগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়। দীর্ঘদিন ধরে অবরুদ্ধ গাজা উপত্যকা। সেখানে পণ্য ও ব্যক্তির প্রবেশ কিংবা সেখান থেকে বের হওয়ার জন্য ইসরায়েলের অনুমতি দরকার হয়। এমন পরিস্থিতিতে গাজায় গোপনে পণ্য আনা-নেওয়ার জন্য এসব সুড়ঙ্গ ব্যবহার করা হয় বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের দাবি, হামাসের সশস্ত্র কর্মকাণ্ড পরিচালনায় এসব সুড়ঙ্গ ব্যবহার করা হয়। তাদের ভাষ্য, একসময় হামাসের জ্যেষ্ঠ নেতারা এ সুড়ঙ্গ ব্যবহার করতেন। একে ‘সন্ত্রাসীদের ভূগর্ভস্থ শহর’ (আন্ডারগ্রাউন্ড টেররিস্ট সিটি) বলে উল্লেখ করেছে ইসরায়েলি বাহিনী।

Share.