ঢাকা অফিস: ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের এক হাজতী অসুস্থ হলে দ্রুত কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সেখ মোঃ উকিল উদ্দিন(৭২)নামে এক যুদ্ধাপরাধী কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২৬ ডিসেম্বর) রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মেডিসিন বিভাগের ৬১নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়েছে।শুক্রবার (২২ ডিসেম্বর)বিকেলের দিকে ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। কারারক্ষী আল-আমিন জানান,শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলের দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে নতুন ভবনের মেডিসিন বিভাগের ৬০১ নংওয়ার্ডে ভর্তি করা হয়,চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৬ ডিসেম্বর) রাত দুটার দিকে তার মৃত হয়। তিনি আরো জানান, উকিল উদ্দিন কেন্দ্রীয় কারাগারে মানবতাবিরোধী অপরাধ মামলা মৃত্যুদণ্ডের কয়েদি ছিলেন তার কয়েদি নং ৮১৯/ ১৯ তার বাবার নাম মৃত মোসলেম উদ্দিন। গ্রামের বাড়ি,বাগেরহাটে মোড়লগঞ্জ উপজেলায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।তিনি আরো জানান,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহপরিবারের কাছে হস্তান্তর করা হবে।আমরা জানতে পেরেছি উকিল উদ্দিনবাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলায়,৩০ নভেম্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় তার মৃত্যুদণ্ডের রায় হয়
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে এক যুদ্ধ অপরাধীর কয়েদির মৃত্যু
0
Share.