রবিবার, নভেম্বর ২৪

নির্বাচন পেছানোর এখতিয়ার নির্বাচন কমিশনের নেই: সিইসি

0

ঢাকা অফিস: আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার (০১ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় সিইসি বলেন, নির্বাচন কমিশন চাইলে সেটি পিছিয়ে দিতে পারে এটি ভুল ধারণা, নির্বাচন পেছানোর এখতিয়ার কমিশনের নেই। নির্ধারিত সময় অনুযায়ীই আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সিইসি আরও বলেন, ভোটাররা যে ভোট দিতে পেরেছে, নির্বাচন যে গ্রহণযোগ্য হয়েছে সেটা জনগণের কাছে বিশ্বাসযোগ্য হতে হবে। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, রাজনৈতিক দলগুলোর একটা অংশ নির্বাচনে অংশ নিচ্ছে না, তারা মানুষকে ভোট দিতে না দিলে সংকট দেখা দেবে। সেই সংকট মোকাবেলা করতে হবে।

Share.