ঢাকা অফিস: সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিসহ সারাদেশের সমস্ত আইনজীবী সমিতিতে ১৪ই জানুয়ারি কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে বিএনপির আইনজীবীদের সংগঠন ইউনাইটেড ল’ইয়ারস ফ্রন্ট বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিএনপিপহ্নি আইনজীবী জোটের অন্যতম নেতা অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ ও অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল চার সপ্তাহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কোনো বেঞ্চে মামলা পরিচালনা করতে পারবেন না বলে আদেশ দেন কোর্ট। এরই প্রেক্ষিতে এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে আদালত অবমাননামূলক ভাষা ব্যবহার করার ঘটনা ব্যাখ্যা দিতে জোটের অন্যতম নেতা অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ ও অ্যাডভোকেট শাহ আহমেদ বাদলকে চার সপ্তাহ সময় দেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন। সর্বোচ্চ আদালত বলেছেন, দুই আইনজীবীর ব্যাখ্যা যদি সন্তোষজনক না হয়, তাহলে আরও বড় সাজা হতে পারে।
১৪ই জানুয়ারি দেশের সব আইনজীবী সমিতিতে বিক্ষোভ মিছিলের ডাক
0
Share.