বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা

0

ঢাকা অফিস: পুলিশের অনুমতি না থাকায় রাজধানীর কোথাও কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপির নেতা-কর্মীরা। তবে আজিমপুর, পীর জঙ্গি মাজারের সামনে ঢাকা মহানগর দক্ষিণ জাসাস, সূত্রাপুরসহ কয়েকটি এলাকায় ঝটিকা মিছিল করে দলটির নেতা-কর্মীরা। ৭ জানুয়ারীর নির্বাচন বাতিলের দাবিতে রাজধানীর কমলাপুর, বাড্ডা, যাত্রাবাড়ী, নিউমার্কেট, সূত্রাপুর, উত্তরা ও মিরপুরে মিছিলের কর্মসূচি ডাকে বিএনপি। কিন্তু নির্ধারিত সব স্থানে পুলিশ বাধা দেয়। উত্তরায় বিএনপি নেতা আবদুল মঈন খানকে তুলে নিয়ে যায় পুলিশ। এছাড়া কয়েকটি এলাকা থেকে বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে আটক করা হয়। কমলাপুরে মিছিল করতে এসে বিএনপি নেতা গয়েশ্বর বলেন, পুলিশ কমিশনারকে অবগত করার পরও তারা শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেয়নি। এসব করে শেষ রক্ষা হবে না। আন্দোলনের নতুন কর্মসূচি আসবে। পুলিশ বলছে, মিছিল করার কোনো অনুমতি নেই বিএনপির।

Share.