বৃহস্পতিবার, নভেম্বর ১৪

বাংলাদেশে প্রবেশ করলো মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের আরও ৬৩ জন সদস্য

0

ঢাকা অফিস: বাংলাদেশে প্রবেশ করলো মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের আরও ৬৩ জন সদস্য। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে হোয়াইখ্যং সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে তারা। এদিন দুপুর দেড়টার দিকে টেকনাফের হোয়াইখং সীমান্ত দিয়ে তারা প্রবেশ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন আহমেদ জানান, সীমান্ত দিয়ে যেসব বিজিপি সদস্য ঢুকেছে তাদের হোয়াইখ্যং সীমান্ত ফাঁড়িতে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের মধ্যে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের জান্তা সৈন্যদেরকে নৌপথে ফেরত পাঠানোর কথা ভাবছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন পর্যন্ত জান্তা সেনাসহ বিভিন্ন গোষ্ঠীর ৩২৭ জন সেনা বাংলাদেশে প্রবেশ করেছে।

Share.