শনিবার, নভেম্বর ২৩

সিদ্দিক বাজারে একটি জুতার কারখানায় বৈদ্যুতিক শর্ট শর্টসার্কিট থেকে দগ্ধ ২ শ্রমিক

0

ঢাকা অফিস: সিদ্দিকবাজার এলাকায় একটি জুতার ফ্যাক্টরিতে বৈদ্যুতিক শর্ট শর্টসার্কিট হয়ে দুই শ্রমিকের দগ্ধ। তারা হলেন, মোঃ তোফাজ্জল হোসেন (২৪) ও মোঃ বাহার উদ্দিন (২৭) । সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে এই ঘটনাটি ঘটে।দগ্ধ অবস্থা দুজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসলে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে নিয়ে আসা সহকর্মী মোলায়েম জানান, আমরা জুতার কারখানায় কাজ করি। জুতার সলিউশন আঠায় গ্যাস জমে গ্যাস থেকে বিদ্যুৎশর্ট সার্কিট বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এতে করে দুইজন সহকর্মী দগ্ধ হয়, পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে তবে দগ্ধের পরিমাণ এখনো জানা যায়নি। তিনি আরো জানান, তোফাজ্জল ও বাহারের গ্রামের বাড়ি, কিশোরগঞ্জ জেলা বাজিতপুর থানার দিঘীরপাড় গ্রামে মৃত লিয়াকত আলী ও মৃত শাহ মিয়ার সন্তান। বর্তমানে সিদ্দিক বাজার ১২০ নম্বর বাসায় থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান,পরান ঢাকার সিদ্দিক বাজারের একটি জুতার কারখানায় শর্ট সার্কিটে দগ্ধ হয়ে দুই শ্রমিক ঢাকা মেডিকেলের বার্নের জরুরি বিভাগে এসেছে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন তাদের শরীরের বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে দপ্তর পরিমাণ এখনো জানা যায়নি তাদের অবজারভেশনে রাখা হয়েছে।

Share.