শনিবার, নভেম্বর ২৩

বাবা ছেলের লাশ উদ্ধার করেছেন পুলিশ

0

ঢাকা অফিস: বাড্ডার বেরাইদ জেলেপাড়া এলাকার একটি বাসা থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছেলে রাকিব হোসেন(৩৩) ও গিয়াস উদ্দিন (৭০)। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতের দিকে এই ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাড্ডার জেলেপাড়া বাসার মোবাক্কার হোসেনের বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহাবুদ্দিন মুন্সী জানান,আমরা রাতে খবর পেয়ে বেড়াইদ জেলেপাড়া মোবাক্করে বাসার নিচতলার ভাড়া বাসা থেকে রাকিব ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ও রাকিবের বাবা মোঃ গিয়াস উদ্দিন মরদেহ বিছানায় শোয়ানো অবস্থায় তাদের দুজনের মরা দেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, আমরা স্থানীয়দের থেকে জানতে পেরেছি গিয়াস উদ্দিন বেরাইদ মুসলিম সরকারি প্রাথমিক স্কুলের অবসর প্রাপ্ত শিক্ষক ছিলেন। ছেলে রাকিব ছিলেন বৈদ্যুতিক মিস্ত্রি, দুই বছর আগে রাকিবের মা মারা যাওয়ার পর থেকে ছেলে রাকিবের সঙ্গে বাবা গিয়াস উদ্দিন বেরাইদের একটি ভাড়া বাসায় করতেন। বাবা-ছেলের মধ্যে মনমালিন্য ছিলো, এই নিয়ে বেশ কিছুদিন থেকেই অভিমানে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। আমারা প্রাথমিকভাবে ধারণা করাছি ছেলে রাকিব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার পরে এই দেখে বাবা গিয়াস উদ্দিন হৃদরোগে মারা গেছেন। তবু ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে হলেও জানান তিনি।

Share.