মহাখালী রেলগেট ও কুড়িল বিশ্বরোড এলাকা থেকে দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার

0

ঢাকা অফিস: রাজধানীর মহাখালী রেলগেট ও কুড়িল বিশ্বরোড এলাকা থেকে পৃথক ঘটনায় দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। তারা হলেন,অজ্ঞাত (৫৫) ও অজ্ঞাত (৬০)। শনিবার (০২ মার্চ) ও রবিবার (০৩ মার্চ) রাত সাড়ে আটটা ও দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে দুপুরের দিকে পাঠানো হয়েছে। ঢাকা রেলওয়ে থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক( এএসআই) শানু মং মারমা জানান,আমরা গতরাত সাড়ে আটটার দিকে কুড়িল বিশ্বরোড রেলগেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রবিবার(০২ মার্চ) দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান,আশেপাশের লোকের মুখে জানতে পারি নিহত ব্যক্তি অসতর্ক ভাবে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি জানান,নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি। অপরদিকে, মহাখালী রেললাইন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রেলওয়ে থানার পুলিশের উপ -পরিদর্শক (এস আই) শ্রী সুনীল চন্দ্র সূত্রধর, জানান মহাখালীর রেলগেট এলাকায় রেল লাইন দিয়ে ও অসতর্ক অবস্থায় হাঁটার সময় ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে খন্ডিত হয়।পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান,আশেপাশে লোকের মুখে জানতে পারি ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় পড়ে গেলে ওই ট্রেনে কাঁটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে, সিআইডি ক্রাইম সিমকে খবর দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি

Share.