পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির বাৎসরিক বনভোজনও পরিচিতি সভা অনুষ্ঠিত

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ঐতিহ্যবাহী কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির বাৎসরিক বনভোজন ২০২৪ ও নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিটির আয়োজনে রবিবার(৩ মার্চ) সকাল থেকে দিনব্যাপী কুয়াকাটা নির্জন পিকনিক স্পট এ নানা রকমের অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। সকাল আটটায় কলাপাড়া পৌর শহরের লঞ্চঘাটস্থ ইউনিটি কার্যালয় থেকে যাত্রা শুরু করে কুয়াকাটা নির্জন পার্কে সকলে মিলিত হন। সকাল ৯ টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। লাঞ্চের পূর্ব পর্যন্ত সদস্যদের মধ্যে বালতিতে বল নিক্ষেপ, সংগীত, নৃত্য, অভিনয়, রেফেল ড্র সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ইউনিটির সদ্য বিদায়ী সভাপতি এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি জাহিদ রিপন নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন। উল্লেখ্য একুশে ফেব্রুয়ারি ২০২৪ ইউনিটির সদস্যের উপস্থিতিতে সাধারণ সভায় সকলের মতামতের ভিত্তিতে মাই টিভির উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েলকে সভাপতি এবং জাতীয় দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। পিকনিক আয়োজক কমিটির সদস্য সচিব ইন্ডিপেন্ডেন্ট টিভির কলাপাড়া উপজেলা প্রতিনিধি ফরিদ উদ্দিন বিপু জানান, কলাপাড়া উপজেলার পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্যদের নিয়ে দিনভর অনেক আনন্দ করেছি। অতীতের ন্যায় প্রতিবছর এ ধারা অব্যাহত থাকবে।

Share.