গাজীপুরের এসিডের ড্রামে বিস্ফোরণ হয়ে তিনজন দগ্ধ

0

ঢাকা অফিস: গাজীপুরের টঙ্গী এলাকায় ট্রাস্ট কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজে এসিডের ড্রামে বিস্ফোরণ হয়ে তিনজন দগ্ধ।দগ্ধরা হলেন মোহাম্মদ ফরিদ মিয়া (৫০), মোঃ জাহিদুল ইসলাম (৫৫), ও মোঃ মনির হোসেন (৪৫)।তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার(০৭ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে এই ঘটনাটি ঘটে।পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাত ৯ টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিতে ভর্তি করা হয়েছে। তাদেরকে নিয়ে আসা মোঃ মোকসেদ আলী জানান,জানান,আমরা গাজীপুরে টঙ্গী ট্রাস্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে চাকরি করি। ট্রাক থেকে এসিডে ড্রাম নামানোর সময় হঠাৎ একটি ড্রাম বিস্ফোরণ হয়ে যায়।পরে আমরা তিনজন এসিডে দগ্ধ হই,পরে আমাদের সহকর্মীরা উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিতে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, আমার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকার মোকছেদ আলীর সন্তান। মনিরের গ্রামের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি এলাকায় ও ফরিদের গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানা এলাকায়। শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ তরিকুল ইসলাম জানান, গাজীপুরের একটি ফ্যাক্টরি থেকে এসিডে ঝলসে ৩ জন রাতে এসেছে তাদের মধ্যে, জাহিদের ১৭ শতাংশ দগ্ধ হয়েছে,ফরিদের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে,ও মনিরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে,তাদেরকে ভর্তি দেওয়া হয়েছে।সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

Share.